Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে ব্রহ্মপুত্রের তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ


২৯ ডিসেম্বর ২০১৯ ১৪:৩৪

নরসিংদী: নরসিংদীর মাধবদীতে ব্রহ্মপুত্র নদ তীরের অবৈধ স্থাপনা অপসারণের দ্বিতীয় ধাপের কাজ শুরু করেছে জেলা প্রশাসন। রোববার (২৯ ডিসেম্বর) সকাল থেকে সেনাবাহিনী, বিআইডব্লিউটিএ, পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনের যৌথ অংশগ্রহণে এ উচ্ছেদ অভিযান চলছে।

নরসিংদীর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়া জানান, মাধবদী শিল্প এলাকায় ব্রহ্মপুত্র নদ তীরের প্রায় পাঁচ কিলোমিটার অংশের মধ্যে ১৫৭ জন অবৈধ দখলদার মোট ২০২টি অবৈধ স্থাপনা গড়েছেন। এসব স্থাপনা চিহ্নিত করার পর গত ২৩ ডিসেম্বর প্রথম ধাপে উচ্ছেদ শুরু করে নদী রক্ষা কমিটি। এসময় নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশনা দেওয়া হলে তা কার্যকর না করায় দ্বিতীয় ধাপে উচ্ছেদ চালানো হচ্ছে। বুলডোজার মেশিন দিয়ে বহুতল ভবন গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। কেউ কেউ নিজ দায়িত্বে ছোট ছোট স্থাপনা সরিয়ে নিয়েছেন।

বিজ্ঞাপন

এছাড়া জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে নরসিংদীর ৬টি নদীর প্রায় ২৩১ কিলোমিটারের পুনঃখনন কাজ চলমান।

শাহ আলম মিয়া বলেন, ব্রহ্মপুত্র নদসহ অচিরেই নরসিংদীর অন্যান্য সকল নদী দখল মুক্ত করে নদীর পরিবেশ ফিরিয়ে দেয়ার পাশাপাশি কৃষি অর্থনীতিতে নদীর প্রভাব প্রতিফলিত হবে।

নদীর পাড় দখলমুক্ত ব্রহ্মপুত্র নদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর