স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: অল্প কিছু লোকের অসাধুতার কারণে চিকিৎসার মতো মহান পেশার সুনাম যেন নষ্ট না হয় সে ব্যাপারে চিকিৎসদের সজাগ থাকার পরামর্শ দিলেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে সোমবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পরামর্শ দেন।
এ সময় তিনি সনদপ্রাপ্ত চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, ‘মানুষ অসুস্থ হলে চিকিৎসকের কাছে আসে। তাই রোগীরা যাতে হতাশ হয়ে ফিরে না যায় সে চেষ্টা করতে হবে।’
রাষ্ট্রপতি বলেন, `সম্প্রতি পত্রপত্রিকায় দেখা যায় ভুল চিকিৎসা বা অপচিকিৎসায় রোগীরা নানা ধরনের হয়রানিতে পড়েন। পরীক্ষা-নিরীক্ষার নামে রোগীদের অনেক বেশি অর্থ ব্যয় করতে হয়। কিন্তু অনেকের পক্ষেই এসব ব্যয় মেটানো সম্ভব হয় না। ফলে তারা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘তথ্য-প্রযুক্তির কল্যাণে মানুষ এখন বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই সেবা নিতে পারছে। রোগীরা যাতে স্থানীয় চিকিৎসক ও চিকিৎসা পদ্ধতির ওপর আস্থা রাখতে পারে তা নিশ্চিত করতে হবে।’
সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন— শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, গাইনোকলজিস্ট অধ্যাপক এ. এইচ. এম টি এ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে ৭ চিকিৎসককে সম্মানসূচক পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। এরা হলেন— বিএসএমএমইউ’র নেফ্রোলজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক মতিউর রহমান, সাবেক উপাচার্য অধ্যাপক মাহমুদ হাসান, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক এম কিউ কে তালুকদার, অর্থোপেডিক সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক শামসুদ্দীন আহমেদ, চট্টগ্রাম মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. এ কে এম নুরুল আনোয়ার, ঢাকা ডেন্টাল কলেজের অর্থোডনটিকস বিভাগের সাবেক অধ্যাপক মো. ইমদাদুল হক এবং বিএসএমএমইউ-র অ্যানেসথেশিওলজি বিভাগের সাবেক অধ্যাপক আফজালুন নেছা।
সমাবর্তনে ১ হাজার ২১৬ জন চিকিৎসক সনদ গ্রহণ করেন।
সারাবাংলা/জেএ/আইজেকে