Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাক্তারে সয়লাব করে দেওয়া হবে গ্রাম: স্বাস্থ্যমন্ত্রী


১৯ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৪৪ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ১৭:৪১

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে আরও ১০ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে। ডাক্তারে সয়লাব করে দেওয়া হবে গ্রাম-মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সোমবার (১৯ ফেব্রুয়ারি) তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখনকার চিকিৎসকরা গ্রামে থাকার কথা বললে অসন্তুষ্ট হয়। কিন্তু দেশের বিশাল একটা জনগোষ্ঠী গ্রামেই বাস করে। তাই পর্যায়ক্রমে গ্রামে ১০ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে, ডাক্তারে সয়লাব করে দেওয়া হবে গ্রাম।’

তিনি আরও বলেন, ‘দেশের মানহীন মেডিকেল কলেজগুলোতে ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু শীর্ষ আইনজীবীরা আদালতে মিথ্যা তথ্য দিয়ে আদালতে গিয়েছে, আমাকে বাধ্য করা হয়েছে সেসব মেডিকেল কলেজ খুলে দিতে। অথচ, এসব কলেজে শিক্ষক নেই, লাইব্রেরি নেই, এমন কি রোগী পর্যন্ত নেই। তদন্তে গেলে দেখা যায় তারা রোগী ভাড়া করে আনে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হলে কিছু আইনজীবী তাদের পক্ষাবলম্বন করে আদালতের মাধ্যমে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়।’

সমার্তনে ১ হাজার ২১৬ জনকে পিএইডি ডিগ্রি দেওয়া হয় এবং ছয়জনকে দেওয়া হয় স্বর্ণ পদক। স্বর্ণ পদক প্রাপ্তরা হলেন— মেডিসিনের ডা. হোসনে আরা, সার্জারির ডা. অনিন্দিতা দত্ত, ডেন্টালের ডা. ডাউরিকা প্রসাদ, বেসিক সায়েন্সের ডা. এনামুল কবীর, প্রিভেন্টিভ ও সোসাল মেডিসিনের ডা. মো. শাখাওয়াত হোসেন চৌধুরী ও  নার্সিং অনুষদের মাহমুদা আক্তার। এ ছাড়া ৬টি অনুষদের ১২জন রাষ্ট্রপতির কাছ থেকে সনদ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় চিকিৎসা বিজ্ঞানে দেশের একমাত্র উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ইনস্টিটিউট অব পোস্ট-গ্র্যাজুয়েট মেডিক্যাল রিসার্চ (ওচএগজ) প্রতিষ্ঠানটি সময়ের চাহিদা অনুযায়ী ১৯৯৮ সালের ৩০ এপ্রিল মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ভারতসহ ১০টি দেশের ৩০০ জন ছাত্রছাত্রী ও রেসিডেন্ট বিভিন্ন বিষয়ের উচ্চতর কোর্সে অধ্যয়নরত আছেন।

সারাবাংলা/জেএ/আইজেকে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর