কুমিল্লায় ইউপি নির্বাচনে ধাওয়া-পাল্টা ধাওয়া-ককটেল-গুলি, আহত ৫
৩০ ডিসেম্বর ২০১৯ ১৬:০৪
কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের শুভপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও গলিয়ারা উত্তর ইউনিয়নের জঙ্গলপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন— জসিম, আবুল বাশার, কুদ্দুস, রুবেল ও রিপন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মেম্বার প্রার্থী জিয়া উদ্দিন (ফুটবল মার্কা) ও মামুনুর রশিদের (মোরগ) সমর্থকদের সংঘর্ষ হয়। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষণে পাঁচজন আহত হন।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাচন অফিসার নাছির উদ্দিন চৌধুরী বলেন, এখন পর্যন্ত কোনো কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। সংঘর্ষ হয়েছে কেন্দ্রের বাইরে। কোনো কেন্দ্রের ভেতরে অনিয়মের খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।