Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘থার্টি ফার্স্ট নাইট’ নিয়ে উশৃংখলতা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী


৩০ ডিসেম্বর ২০১৯ ১৭:৩৮

ঢাকা: ইংরেজি নববর্ষের প্রথম প্রহর ‘থার্টি ফার্স্ট’ উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘এ উদযাপনকে ঘিরে যেন কোনো বাড়াবাড়ি বা উশৃংখলতা না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্রাব) বার্ষিক সাধারণ সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তথ্য সংগ্রহ করছে। এই উদযাপনকে কেন্দ্র করে কোন ধরণের হুমকি নেই। তবে থার্টিফার্স্টে রাস্তা বন্ধ করে বা অন্যকে কষ্ট দিয়ে যাতে কোনো অনুষ্ঠান না হয় সে বিষয়ে ব্যবস্থা নিয়েছে পুলিশ।’

একই অনুষ্ঠানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেন, ‘ইংরেজি বর্ষবিদায় ও নববর্ষ উপলক্ষে থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং করা হবে। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই।’

এছাড়া থার্টি ফার্স্ট নাইটের হুমকি এনালাইসিস করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

র‌্যাক ডিজি আরও বলেন, ‘ইংরেজি নববর্ষ আমাদের সংস্কৃতির নয়, আমাদের সংস্কৃতি বাংলা নববর্ষ। তবে বিশ্বায়নের যুগে আমরাও এর বাইরে নই। যে কারণে এখানেও ইংরেজি নববর্ষ উদযাপিত হবে।’ তবে এই উদযাপন যেন অন্য কারও বেদনার কারণ, বিরক্তির কারণ না হয়, সে দিকটি সবাইকে খেয়াল রাখার অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্রাবের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, সহ-সভাপতি মিজান মালিকসহ অনেকে। অনুষ্ঠানের শুরুতে নিহত ক্রাবের সদস্যদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

টপ নিউজ থার্ট ফার্স্ট নাইট স্বরাষ্ট্রমন্ত্রী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর