Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্তে ১ কিলোমিটারের মধ্যে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশ


৩০ ডিসেম্বর ২০১৯ ১৭:৫৬

ঢাকা: নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ-ভারত সীমান্তের এক কিলোমিটারের মধ্যে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখতে সব অপারেটরকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সোমবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রীয় এই সংস্থার পক্ষ থেকে এই নির্দেশনা জানানো হয়। নির্দেশনা অনুযায়ী মোবাইল অপারেটরগুলো নেটওয়ার্ক বন্ধ রাখলে ওই এলাকায় ইন্টারনেট সেবাও থাকবে না।

নীতি-নির্ধারণী পর্যায় থেকে এ সিদ্ধান্ত আসার বিটিআরসি তা বাস্তবায়ন করতে শুরু করেছে বলে দায়িত্বশীল সূত্র সারাবাংলাকে জানিয়েছে।

বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের উপপরিচালক মো. সোহেল রানার সই করা এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে চার মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক ও টেলিটককে। চিঠিতে জরুরিভিত্তিতে সীমান্তের এক কিলোমিটার এলাকার মধ্যে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশ কার্যকর করে বিটিআরসিকে জানাতে বলা হয়েছে।

বিটিআরসির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে, দেশের স্বার্থে, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সীমান্তের নেটওয়ার্ক কাভারেজ বন্ধের বিষয়টির কারিগরি প্রক্রিয়ার বাস্তবায়ন করেছে বিটিআরসি।

টপ নিউজ বাংলাদেশ বাংলাদেশ-ভারত সীমান্ত বিটিআরসি ভারত মোবাইল নেটওয়ার্ক


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর