কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানোর সময় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) ওপর গুলিবর্ষণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এ ঘটনায় দুই র্যাব সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মুচনী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ র্যাব সদস্যরা হলেন— সৈনিক ইমরান ও করপোরাল শাহাব উদ্দিন। তারা কক্সবাজার র্যাব-১৫-এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের সদস্য।
কক্সবাজার র্যাব-১৫-এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ (এএসপি) শাহ আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ (সোমবার) বিকেলে চিহ্নিত মাদক কারবারিদের আস্তানায় অভিযান চালানো হয়। এসময় র্যাবকে লক্ষ্য করে গুলি চালায় রোহিঙ্গা সন্ত্রাসীরা। এতে দুই র্যাব সদস্য আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।