ঢাকা: পদ্মাসেতুর ২০তম স্প্যান বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ১৮ ও ১৯ নম্বর পিলারে বসানো হচ্ছে এই ২০তম স্প্যান। এর মাধ্যমে পদ্মা সেতু ৩ কিলোমিটার দৃশ্যমান হবে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় মুন্সিগঞ্জের মাওয়া কনস্ট্রাকশন থেকে স্প্যানটি মাঝনদীতে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। দুপুরে এটি সেতুর ১৮ ও ১৯ নম্বর পিলারে বসিয়ে দেওয়া হবে। চলতি ডিসেম্বর মাসে এ নিয়ে ৩টি স্প্যান বসানো হলো।
পদ্মা সেতুর মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড ঘুরে দেখা গেল, তিয়ানহো নামের ৩৬০০ টনের একটি লিফটিং ক্রেনে তুলে স্প্যানটি মাঝ নদীতে নেওয়া হয়। এরপর ধীরে ধীরে এটি পিলারের উপর বসিয়ে দেয়ার প্রক্রিয়া শুরু হয়। দুপুর নাগাদ পিলারের ওপর বসে যাবে স্প্যানটি।
পদ্মাসেতুর প্রকৌশলীরা জানান, নতুন বছরের প্রথম মাসেই পদ্মা সেতুর ৪টি স্প্যান বসানো হবে। পদ্মাসেতুতে মোট৪২টি পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান।
২০১৪ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল পদ্মাসেতুর নির্মাণ কাজ। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দুতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। ২০২১ সালের জুনে সেতো সব কাজ শেষ হবে তখনই যান চলাচলের জন্য খুলে দেয়া হবে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু পদ্মা বহুমুখী সেতু ।