মোবাইল ফোনেও জানা যাচ্ছে পরীক্ষার ফল
৩১ ডিসেম্বর ২০১৯ ১২:৫৬
ঢাকা: প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল পরীক্ষার (জেডিসি) ফল এবারও মোবাইল ফোন, ওয়েবসাইট ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে জানা যাচ্ছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) ও (http://dperesult.teletalk.com.bd), এই ঠিকানায় পাওয়া যাবে প্রাথমিক সমাপনীর ফল। এছাড়াও মোবাইল অ্যাপস থেকে জেএসসি-জেডিসির ফলাফল পাওয়া যাবে (www.educationboardresults.gov.bd) এই ঠিকানায়। দুপুর থেকে এই ফল জানা যাচ্ছে।
পিইসি DPE পরীক্ষার ফল :
DPE<space>STUDENT ID<space>YEAR & SEND TO 16222
Example: DPE 1120194142432222 2019 & SEND TO 16222
জেডিসি EBT পরীক্ষার ফল :
EBT<space>STUDENT ID<space>Year & SEND TO 16222
Example: EBT 1120194142432222 2019 & SEND TO 16222
জেএসসি JSC পরীক্ষার ফল :
JSC<space>BOARD<space>ROLL<space>YEAR & SEND TO 16222
Example: JSC DHA 123456 2019 & SEND TO 16222
JDC পরীক্ষার ফল :
JDC<space>MAD<space>ROLL<space>YEAR & SEND TO 16222
Example: JDC MAD 123456 2019 & SEND TO 16222
মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়েছে। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়ার দাখিল পরীক্ষায় (জেডিসি) এ বছর পাসের হার ৮৭.৯০ শতাংশ। এই পাসের হার গত বছরের তুলনায় ২ দশমিক ০৭ শতাংশ বেড়েছে।
এছাড়া এ বছর ৯টি সাধারণ শিক্ষাবোর্ড ও মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন শিক্ষার্থী। গতবারের চেয়ে এ সংখ্যা ১০ হাজার ৬৩৪ জন বেশি। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৬৮ হাজার ৯৫ জন।
শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।
সাধারণ শিক্ষাবোর্ডে ২২ লাখ ২১ হাজার ৫৯১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, পাস করে ১৯ লাখ ৪৫ হাজার ৭১৮ জন। পাসের হার ৮৭.৫৮। গত বছর ছিল ৮৫.২৮। বেড়েছে ২.৩ শতাংশ।