ইবতেদায়িতে পাস ৯৫.৯৬%, জিপিএ ৫ পেল ১১,৮৭৭ শিক্ষার্থী
৩১ ডিসেম্বর ২০১৯ ১৪:২১
এ বছর ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫ দশমিক ৯৬, জিপিএ ৫ পেয়েছে ১১,৮৭৭ শিক্ষার্থী। গড় পাশের হারে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা।
প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী জাকির হোসেন আনুষ্ঠানিকভাবে সোমবার (৩১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।
২০১৯ সালে ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ৩ লাখ ৪ হাজার ১৭৮ শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ২ লাখ ৯১ হাজার ৮৭৫ জন পাস করে। পাসের হার ৯৫ দশমিক ৯৬, জিপিএ ৫ পেয়েছে ১১,৮৭৭ শিক্ষার্থী।
আরও পড়ুন: প্রাথমিকে পাস ৯৫. ৫০%, জিপিএ-৫ পেল ৩ লাখ ২৬ হাজার ৮৮ শিক্ষার্থী
উত্তীর্ণদের মধ্যে ১ লাখ ৫০ হাজার ৮৩৫ জন ছাত্র ও ১ লাখ ৪১ হাজার ৪০ জন ছাত্রী। ছাত্রদের পাশের হার ৯৫ দশমিক ৫০ ও ছাত্রীদের ৯৬ দশমিক ৪৪।
এছাড়া পাশের হার বিবেচনায় ৮ বিভাগের মধ্যে শীর্ষে রাজশাহী বিভাগ ৯৭ দশমিক ৮১ ও সর্বনিম্ন সিলেট বিভাগ সর্বনিম্ন ৯১ শতাংশ। দেশের ৮৩ উপজেলায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে।