জয়ী হওয়ার আশা আতিকুলের
৩১ ডিসেম্বর ২০১৯ ১৪:৪৬
ঢাকা: আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা উত্তরের আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। একইসঙ্গে এই নির্বাচনের জনগণের ভোটে নির্বাচিত হবেন বলেও আশা তার।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও’য়ের ইটিআই ভবনে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
দুপুরে ডিএনিসিসি’র রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেমের কাছে মনোনয়নপত্র জমা দেন আতিকুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুল রহমান, সাধারণ সম্পাদক এমএ মান্নান কচি, বাফুফে সভাপতি শেখ সালাউদ্দিন, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, বিজিএমইএ’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান মিয়াসহ অন্যরা।
আতিকুল ইসলাম বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করবো যাতে এই নির্বাচনে সবাই অংশগ্রহণ করেন। নির্বাচনে হার-জিৎ আছেই। আমি অনেক নির্বাচন করেছি কিন্তু কখনো মাঝপথে গিয়ে বর্জন করিনি। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা নির্বাচনে শেষ পর্যন্ত থাকবেন। আমি আশা করি আগামী ৩০ জানুয়ারি নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’
ডেঙ্গু নিয়ে এক প্রশ্নের জবাবে আতিকুল বলেন, মালয়েশিয়া-সিঙ্গাপুরসহ সারাবিশ্বের বিভিন্ন স্থানে মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি। আমরা ৩৬৫ দিন কাজ করে ডেঙ্গু প্রতিরোধ করবো্। আমার বিশ্বাস এভাবে কাজ করলে পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে ডেঙ্গু নির্মূল করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
কোনো দল যদি প্রথম থেকেই বলে আমরা মাঠে থাকতে পারব না তাহলে তারা কিভাবে এটা বলে?, প্রশ্ন রাখেন এই মেয়রপ্রার্থী। ইভিএমের পক্ষেও নিজের মত দেন তিনি।
ভোট সন্ত্রাস বা কারচুপিতে বিশ্বাস করেন না জানিয়ে আতিকুল ইসলাম বলেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটেই নির্বাচিত হবেন বলে তার বিশ্বাস।
আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম ডিএনসিসি নির্বাচন মনোনয়নপত্র জমা