Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে বিজিবি’র সঙ্গে চোরাকারবারীদের গুলি বিনিময়, নিহত ১ 


২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৫৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  

বেনাপোল : বেনাপোলের দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সঙ্গে চোরাকারবারীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে ইব্রাহিম হোসেন (৩২) নামে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা স্বীকার করে ২১ বিজিবি কমান্ডিং অফিসার লে: কর্নেল তারিকুল হাকিম বলেন, গুলি বিনিময়ের সময় এক চোরাকারবারী নিহত হয়েছেন।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফিরোজ উদ্দিন জানান, মঙ্গলবার ভোরে চোরাকারবারীরা চোরাই পণ্য নিয়ে ভারত সীমান্ত পার হয়ে বেনাপোলের দৌলতপুর দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদে বিজিবি টহলদল অভিযান চালায়। এ সময় বিজিবি ও চোরাকারবারীদের মধ্যে গুলি বিনিময় হয়। এসময় ইব্রাহিম নামে এক চোরাকারবারী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইব্রাহিম হোসেন বেনাপোলের খড়িডাংগা গ্রামের ইয়াকুব হোসেনের ছেলে।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর