‘সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে’
৩১ ডিসেম্বর ২০১৯ ১৬:২৪
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে বলে প্রার্থীদের আশ্বস্ত করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইটিআই ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রার্থীদের পক্ষ থেকে আসা মন্তব্য নজরে আনা হলে আবুল কাসেম বলেন, আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রত্যেকে আচরণবিধি মেনে চলছেন। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কমিশন বদ্ধ পরিকর। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ইসি নির্দেশ দিয়েছে। ভোটে সবার জন্য সমান ফিল্ড থাকবে। ভোট উৎসবমুখর হবে। ভোট উৎসব যেন সংঘর্ষে রূপ না নেয়, সেদিকে নজর রাখা হবে।
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন— প্রার্থীদের শোডাউনের জন্য জ্যামে আটকা পড়েন তিনি। এ বিষয়ে জানতে চাইলে আবুল কাসেম বলেন, এক হাজার জন প্রার্থীর সঙ্গে পাঁচজন করে এলেও পাঁচ হাজার জন হয়। তবে আমরা তিন স্তরের নিরাপত্তা রেখেছি। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।