Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় নিহত ১০০


২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৪০

আন্তর্জাতিক ডেস্ক 

সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত ঘৌটা অঞ্চলে সরকারি বাহিনীর হামলায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত এক শ জনে দাঁড়িয়েছে।  এর মধ্যে ২০ শিশু রেয়েছে।  আহত হয়েছেন অন্তত চার শ ৭০ জন। হতাহতদের সবাই বেসামরিক নাগরিক।

যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এর বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি এ খবর জানিয়েছে।

একজন মানবাধিকার কর্মী বিবিসিকে জানান, দেশটির পূর্বাঞ্চলীয়  শহরটিতে সোমবার দিনভর বিমান ও রকেট হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী।

এলাকাটিতে দেশটির সেনাবাহিনী স্থলপথে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। যার প্রস্তুতি হিসেবেই এই অভিযান চালানো হল।

জাতিসংঘের একজন কর্মকর্তা বিবিসিকে বলেন, বিমান থেমে বোমা ফেলা হচ্ছিল। এতে পরিস্থিতি ভয়ঙ্কর রুপ ধারণ করে, যা নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়।

ঘৌটা এলাকায় প্রায় ৪০ হাজার মানুষ বাস করে। ২০১৩ সাল থেকে বিদ্রোহীরা এলাকাটি অবরুদ্ধ করে রেখেছে। রাজধানী দামেস্কের অদূরে শুধু এই এলাকাটিই বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে।

ঘৌটার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সিরিয়ার সরকারি বাহিনী চলতি মাসের প্রথম থেকেই অভিযান শুরু করে।

সারাবাংলা/আইএ/টিএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর