ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ( রাজউক) এর সাবেক চেয়ারম্যান আব্দুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার ( ৩১ ডিসেম্বর) দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে আগামী বছরের ১২ জানুয়ারি দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, ক্যাসিনো ইস্যু তথা জি কে শামীমের ঠিকাদারি ব্যবসাতে সহযোগিতা এবং অবৈধ উপায়ে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। আর সেই অভিযোগ অনুসন্ধানের সূত্রে তাকে তলব করা হয়েছে।