শ্যামপুরে অটোরিকশার চাপায় বৃদ্ধের মৃত্যু
৩১ ডিসেম্বর ২০১৯ ১৮:১২ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ ১৯:০০
ঢাকা: রাজধানীর শ্যামপুরে অটোবি তেল পাম্পের সামনে অটোরিকশার চাপায় ৬০ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। নিহত বৃদ্ধের নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অটোচালক জাহিদুল ইসলাম জানান, পোস্তগোলা থেকে ওই ব্যক্তি অটোরিকশায় ওঠেন। ঢাকা ম্যাচ ফ্যাকটরি এলাকায় নামার কথা ছিল তার। অটোরিকশাটি যখন অটোবি তেল পাম্পের সামনে পৌঁছায়, তখন বিপরীত দিক থেকে আসা একটি বাসকে ওভারটেক করছিল একটি ট্রাক। তখন ওই ট্রাকটি অটোরিকশার দিকে চেপে গেলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ওই বৃদ্ধ অটোরিকশার নিচে চাপা পড়েন। তার মাথা মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়।
পরে এলাকাবাসী ওই বৃদ্ধকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ওই ব্যক্তির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।