Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘একসময় একটি ভবনের নাম বললে সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া হত’


৩১ ডিসেম্বর ২০১৯ ১৯:৫৮

ঢাকা: আলোচিত হাওয়া ভবনকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘একটা সময় বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের স্বর্গরাজ্যে পরিণত করার চেষ্টা চলছিলো। আমরা তখন দেখেছি সন্ত্রাসী ধরা পড়লেই একটা ভবনের নাম বললেই সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হত।’

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউশনে আ কা মু গিয়াসউদ্দীন মিলকী অডিটোরিয়ামে ‘নন্দিত স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান’ সম্মাননা গ্রন্থের প্রকাশনা ও জন্মদিন উৎসবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন দিন বদলেছে। ছেড়ে দেওয়া তো দূরের কথা, উল্টো আমাদের প্রধানমন্ত্রী বলেন, তাদের (সন্ত্রাসী) এখনও ধরছো না কেন। এ কারণেই জলদস্যু জঙ্গি মাদক সন্ত্রাস সবকিছুই নির্মূল করতে সক্ষম হচ্ছি আমরা।’

তিনি আরও বলেন, ‘একটা সময় বাংলাদেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদের স্বর্গরাজ্যে পরিণত করার চেষ্টা হয়েছিলো। আমাদের দেশের ধর্মগুরুরা এসব জঙ্গিবাদের বিরুদ্ধে এগিয়ে এসেছেন। সে কারণেই আমরা জঙ্গিবাদ দমন করতে সক্ষম হয়েছি।’

পুলিশ বাহিনীর প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১০ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়। এখনকার পুলিশের দক্ষতা ও অভিজ্ঞতা অনেক বেশি। তারা যে কোনো পরিস্থিতি সামাল দিতে পারে।’

অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, পুলিশ প্রধান ড. জাবেদ পাটোয়ারী, র‍্যাবের প্রধান বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল হাওয়া ভবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর