অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি আত্মহত্যা
৩১ ডিসেম্বর ২০১৯ ২১:৩২
বরিশাল: বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাহিদা আক্তারের (১৪) মরদেহ হেফাজতে নিয়েছে পুলিশ।
স্বজনের দাবি, সাহিদা এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিয়েছিল। ফলাফলে জিপিএ-৫ না পাওয়ায় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মুমূর্ষু অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অবস্থায় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক সাহিদাকে মৃত ঘোষণা করেন। সে কাউনিয়া এলাকার বাসিন্দা শাহীন হাওলাদারের একমাত্র মেয়ে।
হাসপাতালে দায়িত্বে থাকা মহানগর পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, জিপিএ-৫ না পাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে সাহিদা। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। তবে ততক্ষণে দেরি হয়ে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।