বিশ্বখানার মালিক যারা ৩১ থেকে ২২
১ জানুয়ারি ২০২০ ১৩:৫৭
৩১. বিল গান: ১ মিলিয়ন হেক্টর
অস্ট্রেলিয়ার প্রয়াত উল বনিক স্যার উইলিয়াম গান-এর ছেলে বিল গান এখন গান এগ্রি পার্টনার্স ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা এবং এর বেশিরভাগ শেয়ারের মালিক। অস্ট্রেলিয়া জুড়ে এদের রয়েছে বেশ কয়েকটি বৃহদাকায় গবাদি খামার। যার মোট ভূমির পরিমান এক মিলিয়ন হেক্টর।
৩০. ম্যাট পরিবার: ১ মিলিয়ন হেক্টর
চিলির বনাঞ্চল কোম্পানি সিএমপিসির মালিকানায় চিলি, আর্জেন্টিনা ও ব্রাজিলে জুড়ে ১ মিলিয়ন হেক্টর জমি রয়েছে। ফরেস্টাল মিনিনকো নামের একটি কোম্পানির মাধ্যমে এই জমির বিস্তার ঘটানো হয়েছে। প্রয়াত এলিয়োডোরো ম্যাট কোম্পানিটির প্রতিষ্ঠাতা। এখন তার তিন বিলিয়নিয়ার সন্তান এটি পরিচালনা করছেন।
২৯. ব্রিঙ্কওর্থ পরিবার: ১ মিলিয়ন হেক্টর
অস্ট্রেলীয় এই ধনকুবের পরিবারের মালিকানায় ১ লাখ হেক্টর জমি রয়েছে। ব্রিঙ্কসওর্থরা ১০০টি হোল্ডিংসের মালিক। ছোট ছোট ফার্মও যেমন আছে তেমনি রয়েছে বৃহদাকায় সব তৃণাঞ্চল। একেকটি তৃণাঞ্চল এত বড় যে তার বিস্তৃতি দৃষ্টিসীমারও বাইরে চলে যায়।
২৮. অ্যালান মেয়ারস: ১ মিলিয়ন হেক্টর
অস্ট্রেলিয়ার সবচেয়ে খ্যাতিমান ব্যারিস্টার অ্যালান মেয়ারস আইন ব্যবসার পাশাপাশি নানা পাত্রেই তার হাত দিয়েছেন। যার মধ্যে রয়েছে গবাদি খামারও। ডাংকলড প্যাস্টোরাল কোম্পানি’র মালিকানার মধ্য দিয়ে তার ভূ-সম্পত্তির পরিমান দাঁড়িয়েছে ১ মিলিয়ন হেক্টর। পঞ্চিম অস্ট্রেলিয়া, ভিক্টোরিয় ও উত্তর সীমান্তাঞ্চলে তার এসব জমি বিস্তৃত।
২৭. হ্যারিস পরিবার: ১.১ মিলিয়ন হেক্টর
পরিবারকে সাথে নিয়ে কেন ও রন হ্যারিস ভ্রাতৃদ্বয় এখন অস্ট্রেলিয়ার ১ মিলিয়ন হেক্টর জমির মালিক। যার মধ্যে রয়েছে কুইন্সল্যান্ডের বিপুলাকায় স্টার্থমোর স্টেশন। যেটি রাজ্যের সবচেয়ে বড় খামার।
২৬. ম্যাকব্রাইড পরিবার: ১.৩ মিলিয়ন হেক্টর
রবার্ট ম্যাকব্রাইট ও তার পরিবার উল-উৎপাদনকারী ব্যবসা চালাচ্ছে অস্ট্রেলিয়ায়। তাদেরটাই দেশের সবচেয়ে বড় উল উৎপাদনকারী প্রতিষ্ঠান। আর সব মিলিয়ে এই পরিবারের মালিকানায় রয়েছে ১.৩ মিলিয়ন হেক্টর ভূ-সম্পত্তি।
২৫. আর্ভিং পরিবার
উত্তর আমেরিকায় এটি প্রধানসারির ভূ-সম্পত্তির অধিকারী পরিবার। আর্ভিং পরিবারের মালিকানায় কানাডায় ৮ লাখ হেক্টর জমি রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে মেইনেতে ৫ লাখ ৫ হাজার হেক্টর বনাঞ্চল রয়েছে।
২৪. অ্যাকটন পরিবার: ১.৫৭ মিলিয়ন হেক্টর
অস্ট্রেলীয় গবাদি খামারি গ্র্যামি অ্যাকটন বিশাল গবাদি খামার প্রতিষ্ঠা করেন। যার মালিকানা এখন তার পরিবারের হাতে ন্যস্ত। দ্য অ্যাকটন ল্যান্ড অ্যান্ড ক্যাটল কোম্পানির অধীনে এখন ১.৫৭ মিলিয়ন হেক্টর জমি রয়েছে।
২৩. মেনেগাজো পরিবার: ১.৬ মিলিয়ন হেক্টর
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে এই মেনেগাজো পরিবারের মালিকানাধীন স্ট্যানব্রোক কোম্পানি দেশটির অন্যতম খামারি প্রতিষ্ঠান। গ্রেইন কিং (শস্যদানা সম্রাট) খ্যাত প্রয়াত পিটার মেনেগাজো ছিলেন এর প্রতিষ্ঠাতা। ২০০৫ সালে এক বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এখন তার সন্তানেরা কোম্পানিটি পরিচালনা করছেন। এবং এর মালিকানাধীন ভূ-সম্পত্তির পরিমান ১.৬ মিলিয়ন হেক্টর।
২২. অ্যাঞ্জেলিনি পরিবার: ১.৬ মিলিয়ন হেক্টর
দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় ব্যক্তিগত ভূ-সম্পদের মালিক এই অ্যাঞ্জেলিনি পরিবার। চিলি, আর্জেন্টিনা, ব্রাজিল ও উরুগুয়ের বিপুল বনাঞ্চলে এদের মালিকানা। যার মোট পরিমান ১.৬ মিলিয়ন হেক্টর। ফার্মের বর্তমান শেয়ারহোল্ডাররা সকলেই প্রয়াত অ্যানাকলেটো অ্যাঞ্জেলিনির উত্তরাধিকারী।
পরের পাতা ২১ থেকে ১২>>