Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বখানার মালিক যারা ৫১ থেকে ৪২


১ জানুয়ারি ২০২০ ১৪:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫১. লি পরিবার: ৬৬২,০০০ হেক্টর
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সবচেয়ে বড় ও সফলতম কৃষি খামার অস্ট্রেলিয়ান কান্ট্রি চয়েজ এর মালিক এই লি পরিবার। কোম্পানিটি মোট ৫৪টি খামার পরিচালনা করে। যার মোট ভূমির পরিমান ৬৬২,০০০ হেক্টর।

৫০. লিনিক ভ্রাতৃদ্বয়: ৬৭৬,০০০ হেক্টর
ভিক্টর লিনিক ও তার ভাই অ্যালেক্সাদর লিনিক রাশিয়ার প্রধানসারির মাংস উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মিরাত্রগ’র মালিক। এই কোম্পানির নিয়ন্ত্রণে রয়েছে দেশের ৬ লাখ ৭৬ হাজার হেক্টর জমি।

৪৯. ভাদিম মোশকোভিচ: ৬৭৮,০০০ হেক্টর
ব্যবসায়ী ও পৃষ্ঠপোষক ভাদিম মোশকোভিচ রাশিয়ার অন্যতম কৃষি খামার রাশঅ্যাগ্রোর ৭৫ শতাংশের মালিক। রাশিয়াতে তার হাতে রয়েছে ৬ লাখ ৭৫ হেক্টর জমির মালিকানা। এছাড়াও মোশকোভিচ মস্কোর মাশতাব প্রপার্টি ডেভেলপমেন্ট ফার্মের মাধ্যমে ২,৫৮০ হেক্টর জমির মালিক।

বিজ্ঞাপন

৪৮. টরনাটোর শেয়ারহোল্ডার্স:
টরনাটোর ফিনল্যান্ডের একটি ফরেস্ট্রি ফার্ম। যার মালিকানায় ৬ লাখ ৯০ হাজার হেক্টর বনভূমি। আর তার বিস্তার ফিনল্যান্ড, এস্টোনিয়া ও রোমানিয়া জুড়ে। কোম্পানিটি নিয়ন্ত্রিত হয় বেশ কয়েকটি ফিনিশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে।

৪৭. রিড পরিবার: ৭০০,০০০ হেক্টর
১৮৯০ সালে রিড পরিবারের হাতে প্রতিষ্ঠিত ডায়মন্ড রিসোর্স কোম্পানির মালিকানায় এখন ৭ লাখ হেক্টর জমি। প্যাসিফিকের উত্তর-পঞ্চিমাঞ্চল ও দক্ষিণের আটটি রাজ্য জুড়ে এর বিস্তার। টেকসই সংরক্ষিত বনাঞ্চল তৈরিতে এই রিডদের সুখ্যাতি আছে। সাম্প্রতিক সময়ে তারা ১ লাখ ৪৫ হাজার হেক্টর এলাকাকে সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণা করেছে।

৪৬. অ্যাগ্রোসেন্টার আস্তানা এলএলপি শেয়ারহোল্ডারর্স: ৭০০,০০০ হেক্টর
কাজাখস্তানের অ্যাগ্রোসেন্টার আস্তানা কোম্পানির নিয়ন্ত্রণে এখন মধ্য এশিয়ার দেশটির ৭ লাখ হেক্টর জমি রয়েছে। শস্যদানার ব্যবসায় এই কোম্পানির অধীনে রয়েছে ২৭টি বৃহদাকায় খামার।

৪৫. মা জিংফা: ৭০৬,০০০ হেক্টর
চীনা অটোমেকার কোম্পানি গিলি’র চেয়ারম্যান মা জিংফা ২০১৫ সালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ও উত্তরাঞ্চলীয় সীমান্তে দুটি বড় বড় গবাদি পশুর খামার কিনে নেন। যার মোট পরিধি ৭ লাখ ৬ হাজার হেক্টর। রয়টার্সের খবরে বলা হয়েছে এই জমির মোট পরিমান ব্রুনেই নামক দেশটির চেয়েও বড়।

৪৪. আইরাত খাইরুলিন: ৭৫০,০০০ হেক্টর
রাশান ডুমা রাজ্যের ডেপুটি আইরাত খাইরুলিন তার রাজনৈতিক ক্যারিয়ারের পাশাপাশি বড় ধনকুবেরও বটেন। তার মালিকানায় রয়েছে দুটি বড় খামার। এই খামার দুটির অধীনে সব মিলিয়ে রাশিয়ার বিভিন্ন অংশে খাইরুলিনের মালিকানাধীন জমির পরিমান ৭ লাখ ৫০ হাজার হেক্টর।

৪৩. কলিন রস: ৭৫০,০০০ হেক্টর
অস্ট্রেলিয়ায় নর্থ স্টার প্যাস্টোরালের অধীনে রয়েছে ৭ লাখ ৫০ হাজার হেক্টর জমি। এর মধ্যে রয়েছে উত্তরাঞ্চলীয় সীমান্তের বৃহদাকায় লিম্বুনিয়া স্টেশনও। যার সবটারই মালিক এই কলিন রস।

৪২. ইগোর খুদোকরমভ: ৭৯০,০০০ হেক্টর
রাশান টাইকুন ইগোর খুদোকরমভ দেশটির রাষ্ট্রায়ত্ব বহির্ভূত সম্পত্তির সবচেয়ে বড় অধিকারী। এই মাল্টি-মিলিয়নিয়ারের দখলে রয়েছে বৃহদাকায় চিনি উৎপাদনকারী কোম্পানি প্রোডিমেক্স। এছাড়া গ্রিনহাউস সুবিধাসহ বিশাল খামার অ্যাগ্রোকালটারা। যার মোট পরিমান ৭ লাখ ৯০ হাজার হেক্টর।

পরের পাতা ৪১ থেকে ৩২>>

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর