কর্মক্ষেত্রে টিকটক নিষিদ্ধ করেছে মার্কিন সেনাবাহিনী
১ জানুয়ারি ২০২০ ১৩:০৩
নিরাপত্তাজনিত কারণে বিশ্বব্যাপী জনপ্রিয় মোবাইল অ্যাপ্লিকেশন টিকটক কর্মক্ষেত্রে ব্যবহারের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এ খবর জানিয়েছে বিবিসি।
এর আগে, চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন এই মোবাইল অ্যাপলিকেশন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে তুমুল সমালোচনার সৃষ্টি হয়।
মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্ণেল রবিন ওচোয়া মার্কিন গণমাধ্যমকে জানিয়েছেন, সাইবার হুমকির কথা মাথায় রেখে মার্কিন সেনাদের কর্মক্ষেত্রে টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, মূলত তরুণদের মধ্যে জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে ১৫ সেকেন্ডের ভিডিও বানিয়ে যে কেউ শেয়ার করতে পারে। সকল ব্যবহারকারীর ভিডিও প্রাথমিক অবস্থায় ‘পাবলিক’ করা থাকে পরে ব্যবহারকারী চাইলে এর গোপনীয়তা পরিবর্তনও করতে পারেন।