পৃথিবীর মালিক যে ১০১ জন (৬১-৫২)
১ জানুয়ারি ২০২০ ১৪:১০
৬১. ভ্যামিন তারাস্তান ওএও এর শেয়ারহোল্ডারদের মালিকানায় ৪৪৪,০০০ একর
রাশিয়ার ভ্যামিন তারাস্তান ওএও এর শেয়ারহোল্ডারদের মালিকানায় রয়েছে ৪ লাখ ৪৪ হাজার একর জমি। ১৯৯৪ সালে প্রতিষ্ঠার পর দেশটির বৃহত্তম গবাদি পশুর খামারের একটি হয়ে উঠেছে এই কোম্পানিটি। এর রয়েছে ২৮টি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ এন্টারপ্রাইজ, ১০টি শস্যদানা প্রক্রিয়াজাত করণের ব্যবসা এবং রয়েছে লাখ লাখ গরু-বাছুর-ছাগল-শুকর।
৬০. সিঙ্গলটন পরিবার: ৪৪৫০০০ হেক্টর
টেলেডাইন টেকনোলজিস কংলোমোরেট এর যুগ্ম-প্রতিষ্ঠাতা হেনরি সিঙ্গলটন ১৯৮৬ সালে নিউ মেক্সিকোয় স্যান ক্রিস্টোবেল র্যাঞ্চ কিনে নেন। এরপর ১৯৯৯ সালে মৃত্যুর আগে একের পর এক র্যাঞ্চের মালিক হতে থাকেন তিনি। এখন তার সন্তানেরা মেক্সিকান নগরী নিউ মেক্সিকো আর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মোট ৪ লাখ ৪৫ হাজার একর।
৫৯. সের্গেই ও অ্যালেক্সি কুকুরা: ৪৫২,০০০ হেক্টর
সাবেক রুশ ওয়েল ম্যাগনেট সের্গেই কুকুরা ও তার ছেলে অ্যালেক্সি মিলে তাদের ভোলগো ডন অ্যাগ্রোইনভেস্ট কোম্পানির মাধ্যমে ২০১৭ সালে সুইডিশ হোল্ডিং ব্ল্যাক আর্থ ফার্মিং কিনে নেন। এই এক ডিলে কুকুরা পরিবারের হাতে জমির পরিমান আগের চেয়ে দ্বিগুন হয়ে যায়। যার মোট পরিমান দাঁড়ায় ৪ লাখ ৫২ হাজার হেক্টর। দেশের কুর্স্ক ও তামবভ অঞ্চলে বৃহদাকারের কৃষিকাজ পরিচালিত হয় এসব জমিতে।
৫৮. লোগেমান পরিবার: ৪৫৮,০০০ হেক্টর
ব্রাজিলের প্রধানসারির ভূমি অধিকর্তা হিসেবে নিজেদের নাম নিজেরাই তৈরি করেছে এই লোগেমান পরিবার। পোর্টো অ্যালগ্রে ভিত্তিক এই ক্ল্যানদের মালিকানাধীন এসএলসি এগ্রিকোলা এ পর্যন্ত ১৬টি খামার বানিয়েছে ব্রাজিলের বিভিন্ন অংশে। যার মোট ভূমির পরিমান ৪ লাখ ৫৮ হাজার হেক্টর।
৫৭. ব্র্যাড কেলি: ৪৬৫,০০০ হেক্টর
প্রচারে লজ্জাবোধ করেন এই বিলিয়নিয়ার ব্র্যাড কেলি। তবে তার আয়ের মূল উৎস তামাক বিক্রি থেকে। তবে ২০০১ সালে বিলিয়ন ডলারে বিক্রি করে দেন কমনওয়েল ব্র্যান্ডস কোম্পানিটি। অনেকের কাছে অচেনা এই সিগারেট টাইকুন কিন্তু নিজে জীবনে কোনদিনই ধূমপান করেননি। যুক্তরাষ্ট্রের কেনটাকি, টেক্সাস, ফ্লোরিডা ও নিউ মেক্সিকোয় তার মোট জমির পরিমান ৪ লাখ ৬৫ হাজার হেক্টর।
৫৬. ওলে বাখমাতুক: ৫০০,০০০ হেক্টর
ইউক্রেনীয় ধনকুবের ওলে বাখমাতুক দেশটির ইউকরল্যান্ডফার্মিং এর ৯৫ শতাংশের সত্ত্বাধিকারী। এটি পূর্ব-ইউরোপীয় দেশটির সবচেয়ে বড় কৃষি ব্যবসায় প্রতিষ্ঠান। এই ফার্মের মালিকানায় ৫ লাখ হেক্টর উচ্চ-ফলনশীল কৃষি জমি রয়েছে। বিশ্বের সবচেয়ে উর্বরা জমির মধ্যে এটি অন্যতম।
৫৫. অ্যান্ড্রি ভেরেভস্কি ও অশীদাররা: ৫২৯,০০০ হেক্টর
এটি ইউক্রেনের সবচেয়ে বড় খামারি জমির একক মালিকানা। গোটা বিশ্বের প্রধান সারির সূর্যমুখি তেল উৎপাদনকারী এই অ্যান্ড্রি ভেরেভস্কি ও তার অংশীদাররা। তবে মালিকানার একটি বড় অংশ ভেরেভস্কির নিজের।
৫৪. রোমিও রোক্সাস: ৫৩০,০০০ হেক্টর
ফিলিপিনো ব্যাংকার ও প্রোপার্টি মুঘল রোমিও রোক্সাস সাম্প্রতিক সময়ে রিয়েল স্টেটে ঝুঁকেছেন এবং এখন তার মালিকানায় জমির পরিমান ৫ লাখ ৩০ হাজার হেক্টর। এর মধ্যে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে একটি বৃহদাকার গবাদি খামারও রয়েছে।
৫৩. স্ট্যান ক্রোয়েনকি: ৫৫৮,০০০ হেক্টর
স্ট্যান ক্রোয়েনকি প্রিমিয়ার লিগ ক্লাব আরসেনাল ও এনএফএল ক্লাব লস এঞ্জেলস র্যামস এর মালিক। পাশাপাশি তার মালিকানায় রয়েছে ৫ লাখ ৫৮ হাজার হেক্টর জমি। যুক্তরাষ্ট্রের অয়োমিংয়ে কিউ ক্রিক র্যাঞ্চ ও টেক্সাসের সুখ্যাত ওয়াগোনের র্যাঞ্চ তার মালিকানায়।
৫২. ক্যাচভ পরিবার: ৬৪৪,০০০ হেক্টর
রাশিয়ার বিতর্কিত সাবেক কৃষিমন্ত্রী আলেকসান্দার ক্যাচভ ও তার স্বজনেরা এখন দেশটির দ্বিতীয় বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাগ্রোকমপ্লেক্স এর মালিক। এদের দখলে দেশটির ৬ লাখ ৪৪ হাজার হেক্টর জমি রয়েছে।
পরের পাতা ৫১ থেকে ৪২>>