Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার রায়ের পর্যবেক্ষণ অসত্য, দাবি আইনজীবীর


২০ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪৪

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত যে পর্যবেক্ষণ দিয়েছেন তা অসত্য বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার আইনজীবী ও সুপ্রিমকোর্ট অাইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন।

আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলায় বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে শুরু হওয়া বৈঠকের বিরতিকালে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়ার রায়ের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি হিসেবে ওই বৈঠকের আয়োজন করা হয়।

জয়নুল আবেদীন বলেন, ‘রায়ে যে পর্যবেক্ষণ এসেছে সাক্ষ্য-প্রমাণের সঙ্গে সেই পর্যবেক্ষণের কোনো সম্পর্ক নেই। আমরা মনে করছি, এটা একটি অসত্য পর্যবেক্ষণ।’

তিনি জানান, বৈঠকের বিরতি চলছে। সাড়ে ১২টায় আবার বৈঠক শুরু হবে। আপিলের প্রস্তুতি পুরোদমে চলছে। টেন্ডার নাম্বার পাওয়া গেলে জানানো হবে।

আপিল কোন বেঞ্চে করা হবে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আগে আপিল ফাইল করা হোক। তারপর আমরা সিদ্ধান্ত নেব কোন কোর্টে যাব।

সারাবাংলা/ এজেড/একে


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর