দাবানলে নিউ সাউথ ওয়েলসে ৭ জনের মৃত্যু
১ জানুয়ারি ২০২০ ১৫:৫৩
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যে দাবানলের কারণে গত তিনদিনে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটির পুলিশ জানিয়েছে, সোমবার (৩০ ডিসেম্বর) থেকে নতুন করে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। বুধবার (১ জানুয়ারি) বিবিসির খবরে এ তথ্য দেওয়া হয়।
দাবানলের আগুন নতুন করে ধেয়ে যাচ্ছে উপকূলের দিকে। প্রায় দুইশ টি বাড়ি ভস্মীভূত হয়েছে। নিউ সাউথ ওয়েলস রুরাল ফায়ার সার্ভিস জানিয়েছে, এ বছর ৯১৬টি ঘরবাড়ি পুড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৩৬৩টি, উদ্ধার করা হয়েছে ৮ হাজার ১৫৯ জনকে।
এদিকে নিউ সাউথ ওয়েলস এর পাশের রাজ্য ভিক্টোরিয়ায়ও দাবানল ছড়িয়ে যাচ্ছে। কয়েক ঘণ্টার জন্য সেখানে প্রধান সড়ক খুলে দেওয়া হয়েছিল যাতে আটকে পড়ারা বেরিয়ে যেতে পারেন। মঙ্গলবার হাজার হাজার আতঙ্কিত মানুষ সমুদ্র সৈকতে ছুটে যান। সেখানে তাদের খাদ্য ও ওষুধ সরবরাহ করা হয়।
বিগত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া দাবানলে নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড, সাউথ অস্ট্রেলিয়ায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।