Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিফাত হত্যাকাণ্ড: মিন্নিসহ ১০ আসামির বিচার শুরু


১ জানুয়ারি ২০২০ ১৬:৫৩

বরগুনা: বরগুনার আলোাচিত রিফাত শরীফ হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

এরা হলেন— রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি, রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), হাসান (১৯), মুসা (২২), রাফিউল ইসলাম রাব্বি (২০), সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।

বিজ্ঞাপন

বুধবার (১ জানুয়ারি) দুপুর ২টার দিকে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এই মামলার চার্জ গঠন করেন। আগামী ৮ জানুয়ারি সাক্ষ গ্রহণের জন্য তারিখ ঠিক করে দেন।

আদালতে ৮ আসামির উপস্থিতিতে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়।

বাদী পক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু সারাবাংলাকে জানান, এ মামলার আসামি মো. মুসা এখনো পলাতক। এছাড়া মিন্নি উচ্চ আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন নিয়ে বাবার বাড়িতে আছেন।

আসামিদের মধ্যে সাত জনের বিরুদ্ধে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দণ্ডবিধির ৩০২ এবং ৩৪ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। দুইজনের বিরুদ্ধে হত্যার পরিকল্পনা এবং আসামিদের পালাতে সহায়তা করার অভিযোগে দণ্ডবিধির ২১২ এবং ১২০ এর খ১ ধারায় অভিযোগ গঠন করা হয়ছে। বাকি একজনের বিরুদ্ধে শুধুমাত্র আসামিদের পালাতে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।

রিফাত হত্যা মামলায় অভিযোগপত্র

গত বছরের ১ সেপ্টেম্বর বিকেলে দণ্ডবিধির ৩০২/৩৪/২১২/১০৯/১১৪/১২০-বি(১) ধারায় ২৪ জনকে অভিযুক্ত করে বয়সের ভিত্তিতে দু’টি আলাদা অভিযোগপত্র আদালতে জমা দেয় পুলিশ।

মামলার প্রধান আসামি নয়ন বন্ড ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। মিন্নিকে করা হয় সাত নম্বর আসামি।

বিজ্ঞাপন

গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন বন্ডের নেতৃত্বে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি হামলাকারীদের সঙ্গে লড়াই করেও তাদের দমাতে পারেননি। গুরুতর আহত রিফাতকে ওইদিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও পাঁচ-ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের একটি ভিডিও ফুটেজ ফাঁস হলে রিফাত শরীফ হত্যাকাণ্ড দেশব্যাপী আলোচনা-সমালোচনার ঝড় তোলে।

ওই মামলায় প্রথমে মিন্নিকে সাক্ষী হিসেবে দেখানো হলেও, পরে এক আসামির বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে আসামি হিসেবে গ্রেফতার করা হয়।

রিফাত হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর