Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দর্শক উচ্ছৃঙ্খলায় বাফুফেকে ১৩ লাখ টাকা জরিমানা ফিফার


১ জানুয়ারি ২০২০ ১৭:৫২

ঢাকা: বছরের শুরুটা দুঃসংবাদ দিয়ে শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফিফা থেকে জরিমানা গুনতে হচ্ছে দেশের সর্বোচ্চ ফুটবল অভিভাবককে। বিশ্বকাপ বাছাইয়ের একটি ম্যাচে প্রাচীর টপকে মাঠে দর্শক প্রবেশ করার ঘটনায় বাফুফেকে প্রায় ১৩ লাখ টাকা জরিমানা করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

বাফুফের কার্যনির্বাহীর সভার পর ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন।

বিজ্ঞাপন

সোহাগ জানান, ‘কাতার-বাংলাদেশ ম্যাচে দর্শকরা প্রাচীর টপকেছিল। সেই ছবি ওই ম্যাচের ম্যাচ কমিশনার জমা দেয় ফিফার ডিসিপ্লিন কমিটিতে। এই জন্য ফিফা এই জরিমানা করে।

বিশ্বকাপ বাছাইয়ে কাতারকে আতিথ্য দেয় বাংলাদেশ। হোস্ট কান্ট্রি হিসেবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। ওই ম্যাচে শক্তিশালী কাতারের সঙ্গে ২-০ ব্যবধানে রেজাল্ট আনে জামাল ভূঁইয়ারা। ম্যাচ শেষে গ্যালারি থেকে দর্শকরা প্রাচীর টপকে মাঠে ঢুকে পড়ে। পরে মাঠের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা দর্শকদের বের করে দেয়।

প্রাচীর টপকানোর ছবি ম্যাচ কমিশনার ফিফার কাছে জমা দেয়। এ ঘটনায় ১৫ হাজার সুইস ফ্রা (১৩ লাখ টাকা) জরিমানা করে ফিফা।

এমন ঘটনা অবশ্য নতুন নয় দেশের ফুটবলে। জরিমানার ঘটনাও নতুন নয়। এর আগেও রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচের ৭ হাজার সুইস ফ্রা জরিমানা করেছিল ফিফা।

কাতার ম্যাচ জরিমানা টপ নিউজ ফিফা বাংলাদেশ ফুটবল ফেডারেশন

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর