Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচারপ্রার্থীকে ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যান কারাগারে


১ জানুয়ারি ২০২০ ১৮:০২

নোয়াখালী: বিচারপ্রার্থী নারীকে ধর্ষণ ও মারধরের অভিযোগে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১ জানুয়ারি) জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ সামসউদ্দীন খালেদ এই আদেশ দেন।

আদালত সূত্র জানায়, মোজাম্মেল হোসেন আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদালত শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ৪ অক্টোবর রাতে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের কাছে বিচার চাইতে তার কার্যালয়ে যান এক নারী। পরদিন ৫ অক্টোবর তিনি মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে জোর করে আটকে রেখে রাতভর ধর্ষণ ও মারধর করার অভিযোগ এনে চর জব্বার থানায় মামলা দায়ের করেন। মামলায় রবিউল নামে আরও এক ব্যক্তিকে আসামি করা হয়।

জেলা গোয়েন্দা (ডিবি) প্রথমে আদালতে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দেয়। আদালত প্রতিবেদন গ্রহণ না করে সহকারী পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তাকে পুনঃতদন্তের নির্দেশ দেন। সেই প্রতিবেদন আমলে নিয়ে গত বছরের ২৪ সেপ্টেম্বর মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২।

গত ২২ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় মোজাম্মেল হোসেনকে সাময়িক বরখাস্ত করে।

চরবাটা ইউনিয়ন ধর্ষণ সুবর্ণচর

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর