Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনবিআরের নতুন চেয়ারম্যান মুনিম


১ জানুয়ারি ২০২০ ২০:৩৪

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি বর্তমান এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন।

বুধবার (১ জানুয়ারি) উপসচিব মো. অলিউর রহমানের সই করা এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে আগামী ৬ জানুয়ারি থেকে বা যোগদানের তারিখে থেকে দুই বছরের চুক্তিতে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আবু হেনা মো. রহমাতুল মুনিম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। আগামী ৫ জানুয়ারি অবসরোত্তর ছুটি (পিআরএল) যাওয়ার কথা ছিল তার।

মুনিমের জন্ম সিরাজগঞ্জ সদর উপজেলায়, ১৯৬১ সালের ৬ জানুয়ারি। তার সহধর্মিনী লায়লা জেসমিন একজন অতিরিক্ত সচিব।

এদিকে, বর্তমান দায়িত্বপ্রাপ্ত এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল। তিনি ২০১৮ সালের ৩ জানুয়ারি এনবিআর চেয়ারম্যান হিসেবে যোগ দেন। দুই বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে কর্মরত ছিলেন।

আবু হেনা মো. রহমাতুল মুনিম এনবিআর এনবিআর চেয়ারম্যান এনবিআর চেয়ারম্যান মুনিম জাতীয় রাজস্ব বোর্ড টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর