Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্ষবরণের ফানুসে জার্মান চিড়িয়াখানায় আগুন, ৩০ প্রাণীর মৃত্যু


১ জানুয়ারি ২০২০ ২২:২৬ | আপডেট: ২ জানুয়ারি ২০২০ ০০:২৭

নতুন বছর উদযাপনের জন্য উড়ানো ফানুস থেকে জার্মানির এক চিড়িয়াখানায় আগুন লেগেছে। এতে গরিলা, ওরাংওটাং, শিম্পাঞ্জিসহ অন্তত ৩০টি প্রাণী পুড়ে মারা গেছে। জার্মানির পশ্চিমাঞ্চলে ক্রেফেল্ড শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। খবর দ্য গার্ডিয়ানের।

পুলিশ জানিয়েছে, বর্ষবরণের কিছু আগে ফানুস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। যেগুলো চাইনিজ ফানুস বলেই ধারণা করা হচ্ছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ ফেসবুকে জানায়, সবচেয়ে ভীতিকর আশঙ্কাই সত্য হয়েছে। বানরদের খাঁচায় কোনো প্রাণী বেঁচে নেই।

নিরাপত্তার আশঙ্কায় আগে থেকেই কংমিং নামে পরিচিত চাইনিজ ফানুস শহরটিতে নিষিদ্ধ। তবে নিষেধাজ্ঞা অমান্য করেই এসব ফানুস উড়ানো হয়।

ক্রেফেল্ড চিড়িয়াখানা ১৯৭৫ সালে গড়ে উঠে। দু হাজার বর্গমিটারের এই চিড়িয়াখানায় পাখি, বাদুড়, বানর ও বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে।

আগুন চিড়িয়াখানায় আগুন জার্মান চিড়িয়াখানা জার্মানি টপ নিউজ ফানুস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর