Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের সব শহীদ মিনারে নিরাপত্তা দেবে র‌্যাব


২০ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪১

স্টাফ করেসপন্ডেন্ট

একুশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচটি ভাগে ভাগ হয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক বেনজির আহমেদ।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, ‘একুশে ফেব্রুয়ারিতে রাজধানীসহ সারাদেশে যেসব স্থানে শহীদ মিনার আছে সেখানেই নিরাপত্তা নিশ্চিত করবে র‍্যাব।  কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সাদা পোশাকে র‌্যাবের টহল টিম ও মেডিকেল টিম থাকবে।’

র‌্যাব মহাপরিচালক বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আমাদের কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখান থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা মনিটরিং করা হবে। এছাড়া বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ও স্পেশাল ইউনিটও প্রস্তুত থাকবে।

সারাবাংলা/এসআর/আইএ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর