Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৩


২ জানুয়ারি ২০২০ ০৫:৪৪

কক্সবাজার: কক্সবাজারের রামুতে বাসের ধাক্কায় একটি প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলে দুজন এবং আরেক হাসপাতালে মারা যান।

বুধবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন- চট্টগ্রাম শহরের আতুরারদীঘি এলাকার জানে আলম (৩৫), হালিশহর এলাকার মাসুদ কিবরিয়া (৪০) ও চট্টগ্রাম পশ্চিম নাসিরাবাদ এলাকার জামাল উদ্দিন (৩৫)।

ওসি আবুল খায়ের বলেন, ‘কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হওয়া একটি প্রাইভেটকারকে বিপরীত দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান। এছাড়া আহত হন আরও দুজন। আহতদের প্রথমে রামু হাসপাতাল নেওয়া হয়। পরে সেখানে একজনের অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চালক পলাতক রয়েছে। তবে বাসটি জব্দ করা হয়েছে।’

এদিকে কক্সবাজার ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। এ সময় প্রাইভেটকারের ছাদ কেটে ভিতর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

দুর্ঘটনায় নিহত তিনজনের মৃতদেহ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজার টপ নিউজ ধাক্কা প্রাইভেটকার রামু

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর