শীত থেকে বাঁচানো আগুনে পুড়ছে মানুষ
২ জানুয়ারি ২০২০ ১৪:২১
রংপুর: রংপুরে চলতি শীত মৌসুমে আগুন পোহাতে গিয়ে সেই আগুনে পুড়ে মারা গেছেন ছয়জন। সবশেষে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বেগম নামে একজনের মৃত্যু হয়েছে।
এছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ২৯জন আগুনে পোড়া রোগী। যারা সবাই শীতের তীব্রতা সইতে না পেরে আগুনের তাপ পোহাচ্ছিলেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক সোহানুর রহমান জানান, আজ মারা যাওয়া বেগমের বয়স ৫০ বছর। গত ২৪ তারিখে ৫৩ শতাংশ পুড়ে যাওয়া অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মূল সমস্যা ছিল তার শ্বাসনালী পুড়ে যাওয়া। ফলে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি। এছাড়া একজন রোগীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে সারাদেশের মতো উত্তরাঞ্চলের বিভাগ রংপুরেও তাপমাত্রা তুলনামূলক বেড়েছে। তবে যেটুকু ঠান্ডা আছে তাতে এখনো কষ্টে আছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। শীতের তীব্রতা থেকে বাঁচতে এখনো খড়-কুটোতে আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছেন তারা। ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কাও থেকে যাচ্ছে।