নতুন প্রযুক্তিতে ৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে শাওমি
২ জানুয়ারি ২০২০ ১৪:১৪
পঞ্চম প্রজন্মের ইন্টারনেট (ফাইভ-জি) ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিতে আগামী পাঁচ বছরে ৫০ বিলিয়ন বা ইয়েন বা ৭ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি কর্পোরেশন। এ দুই খাতে ব্যাপক প্রতিযোগিতায় টিকে থাকতে এ বিশাল অংকের অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) শাওমির প্রধাননির্বাহী লেই জুন কোম্পানিটির বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম একাউন্টে এক ঘোষণায় এমনটা জানান। এ ঘোষণায় বলা হয় আগামী পাঁচ বছরে ফাইভ-জি ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি খাতে ৫০ বিলিয়ন ইয়েন খরচ করতে চায় শাওমি। তবে বিনিয়োগের বিস্তারিত প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, গত বছর এ দুই খাতে আগামী পাঁচ বছরের জন্য ১০ বিলিয়ন ইয়েন খরচ করার ঘোষণা দিয়েছিলো প্রতিষ্ঠানটি। এবার তা আরও ৪০ বিলিয়ন বাড়িয়ে ৫০ বিলিয়ন ইয়েন বা ৭ বিলিয়ন ডলারেরও বেশি ঘোষণা দেওয়া হলো।
চীনের অভ্যন্তরীণ বাজারে শাওমির অন্যতম প্রতিদ্বন্দ্বী স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। হুয়াওয়ে বিশ্বজুড়ে ফাইভ-জি প্রযুক্তিতে সবচেয়ে এগিয়ে থাকা প্রযুক্তি প্রতিষ্ঠান। এছাড়া চীনের প্রায় ৪২ শতাংশ স্মার্টফোনের বাজার হুয়াওয়ের দখলে। বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে এ বিপুল অংকের অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নিলো শাওমি।
এর আগে, শাওমির প্রধান নির্বাহী গত অক্টোবরে এক ঘোষণায় জানান, ২০২০ সাল নাগাদ ফাইভ-জি প্রযুক্তির নতুন ১০টি মডেলের স্মার্টফোন বাজারে ছাড়বে শাওমি।