Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের ৪ দিন পর সেপটিক ট্যাংকে মিলল মৃতদেহ


২ জানুয়ারি ২০২০ ১৪:৫৭ | আপডেট: ২ জানুয়ারি ২০২০ ১৫:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের চারদিন পর সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে একজনের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে পৌর এলাকার কাঞ্চনমুড়ির একটি বাসার বাথরুমের সেপটিক ট্যাংক থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম সাইদুর রহমান (১৯)। পেশায় সিএনজি অটোরিকশার চালক সাইদুর ওই এলাকার হুমায়ুন কবিরের ছেলে।

কসবা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুল ইসলাম জানান, গত ২৯ ডিসেম্বর রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুজির পরও তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একিট সাধারণ ডায়রি করা হয়।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা কাঞ্চনমুড়ি ড্রেজার মাঠের পাশে সেপটিক ট্যাংকের ভেতরে একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা এটি সাইদুরের বলে শনাক্ত করেন।

বিজ্ঞাপন

সাইদুরের মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আসাদুল ইসলাম।

 

মৃতদেহ উদ্ধার সেপটিক ট্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর