Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবিতে র‌্যাগিং করলে স্থায়ী বহিস্কার


২ জানুয়ারি ২০২০ ১৭:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের র‌্যাগিংয়ে কেউ জড়িত থাকলে স্থায়ী বহিস্কার করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে এবং ক্যাম্পাসে র‌্যাগিংয়ের অভিযোগ নেই। তবু সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা র‌্যাগিংয়ের ভয়ে থাকে । র‌্যাগিং শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। কেউ র‌্যাগিংয়ে জড়িত থাকলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘শিক্ষার পরিবেশ যেন বিঘ্নিত না হয় সেই লক্ষ্যে এই আদেশ দেওয়া হয়েছে। র‌্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিস্কার করা হবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি র‍্যাগিং শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর