Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ার দাবানল: ৫০ কোটি বন্যপ্রাণী মারা গেছে


২ জানুয়ারি ২০২০ ১৭:৫৫ | আপডেট: ২ জানুয়ারি ২০২০ ২০:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলে জীবন্ত পুড়ে মারা গেছে ৫০ কোটি বন্যপ্রাণী। সিডনি বিশ্ববিদ্যালয়ের ইকোলজি বিশেষজ্ঞদের বরাতে বুধবার (১ জানুয়ারি) এ খবর জানিয়েছে নিউজ ডট কম ডট এইউ।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়া এই দাবানলে স্তন্যপায়ী, পাখি ও সরীসৃপসহ মোট ৫০ কোটি বন্যপ্রাণী জীবন্ত পুড়ে মারা গেছে। বর্তমানে দাবানলটি ভয়াবহ আকার ধারণ করে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া থেকে নিউ সাউথ ওয়েলস পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

https://twitter.com/Andytwit123/status/1211746242453131264

বুধবার (১ জানুয়ারি) সকালে অন্তত ১৩০ স্থানে আগুন লাগার ঘটনা ঘটে এবং ন্যাশনাল পার্কের কয়েক মিলিয়ন হেক্টর বনভূমি পুড়ে গেছে। প্রকাশিত ছবিগুলো থেকে দেখা যায়, আগুনের প্রাচীর টপকে যাওয়ার চেষ্টা করছে অনেক ক্যাংগারু। হাজার হাজার পাখি মরে বনে পড়ে আছে। অনেক বন্যপ্রাণি এই উদ্ভুত পরিস্থিতির মধ্য থেকে পালানোর চেষ্টা করছে। কোয়ালা নামের একটি ধীরগতি সম্পন্ন বন্যপ্রাণি এই দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। নিউ সাউথ ওয়েলসে আগুন ছড়িয়ে পড়ার সঙ্গেসঙ্গে তারা সরে পড়তে না পারায় এই প্রাণহানি ঘটেছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

বিজ্ঞাপন

এ ব্যাপারে সায়েন্স ফর ওয়াইল্ড লাইফের নির্বাহী পরিচালক ডক্টর কেলি লেই জানিয়েছেন, ব্লু মাউন্টেইন থেকে দাবানল উপদ্রুত কোয়ালাদের উদ্ধারে কোনো পরিকল্পনা ও সামর্থ্যই ছিল না উদ্ধারকারী কর্তৃপক্ষের। আমরা অনেক শিক্ষা পেয়েছি তার মধ্যে এটাও একটা যে, আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা।

এদিকে, অস্ট্রেলিয়ার পরিবেশ মন্ত্রী সুশান লেই জানিয়েছেন, দাবানল নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ঠিক কত বন্যপ্রাণি মারা গেছে তা বলা যাচ্ছে না।