পাটকল শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়
২ জানুয়ারি ২০২০ ১৮:২৯
ঢাকা: দেশের বিভিন্ন অঞ্চলের পাটকল শ্রমিকদের চলমান অসন্তোষ ও আন্দোলন নিরসনে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বৈঠকে সরকারপক্ষের নেতৃত্বে রয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ ১১ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত্ব পাটকলের শ্রমিকরা আন্দোলন করে আসছিলেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৫টায় জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) কার্যালয়ে সরকারের সঙ্গে পাটকল শ্রমিকদের এই বৈঠক শুরু হয়।
বস্ত্র ও পাটমন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত আছেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাটকল শ্রমিক নেতা, সিবিএ, নন-সিবিএ সংগঠনের ৪০ জনকে বৈঠকে ডাকা হয়েছে।
বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে নভেম্বরের শেষদিকে পাটকল শ্রমিকদের বিক্ষোভ শুরু হয় খুলনায়। তারা সভা, ধর্মঘটের মতো কর্মসূচি পালন করেন। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে বৈঠকের পর এক সপ্তাহের জন্য কর্মসূচি স্থগিত করেন শ্রমিকরা। তবে দাবি পূরণ না হওয়ায় খুলনাসহ রাজশাহী ও নরসিংদীর রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা ফের আন্দোলন শুরু করেন।
শ্রমিকদের ১১ দফা দাবির মধ্যে আরও রয়েছে— কাঁচা পাট কিনতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, পাটকলে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের সিদ্ধান্ত বাতিল, অবসরে যাওয়া শ্রমিকদের বকেয়া পরিশোধ।
গোলাম দস্তগীর গাজী পাটকল শ্রমিক বস্ত্র ও পাট মন্ত্রণালয় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক শ্রমিক আন্দোলন