জামিন পেলেন যুবলীগ নেতা শফিকুল
২ জানুয়ারি ২০২০ ১৮:৫১
ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় যুবলীগ নেতা এবং শিক্ষা ভবনের আলোচিত ঠিকাদার মো. শফিকুল ইসলামের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শফিকুল ইসলাম। শুনানি শেষে আদালত এ আদেশ দেন। শফিকুল ইসলাম কেন্দ্রীয় যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক।
শফিকুল ইসলামের পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক, শাহিনুর রহমান জামিন শুনানি করেন। অপরদিকে, দুদকের পক্ষে মীর আহম্মেদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।
উল্লেখ্য, শিক্ষা ভবনের আলোচিত ঠিকাদার মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রায় সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২১ নভেম্বর মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এর দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।