দুদকের মামলায় কাউন্সিলর রাজীব ও মিজান রিমান্ডে
২ জানুয়ারি ২০২০ ১৯:৫৪
ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুই মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. তারেকুজ্জামান রাজীব ও ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে আসামিদের রিমান্ডের এ আদেশ দেন।
এদিন পৃথক দুই মামলায় কাউন্সিলর রাজীবের ১০ দিনের এবং কাউন্সিলর পাগলা মিজানের ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। এসময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অন্যদিকে, দুদকের পক্ষ থেকে রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করা হয়।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত কাউন্সিলর রাজীবের ৪ দিন ও পাগলা মিজানের ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।
উল্লেখ্য, গত বছরের ৬ নভেম্বর ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাউন্সিলর রাজীব ও ৩০ কোটি ১৬ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগে পাগলা মিজানের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী এবং উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান।
অবৈধ সম্পদ অবৈধ সম্পদ অর্জন কাউন্সিলর মো. তারেকুজ্জামান রাজীব পাগলা মিজান