Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএমএমইউতে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময়


৩ জানুয়ারি ২০২০ ০১:১৫

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সঙ্গে ইংরেজি নববর্ষ ও বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও ব্রাদার, মেডিকেল টেকনোলজিস্ট ও কর্মচারীরা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে এ শুভেচ্ছা বিনিময় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, গ্রন্থাগারিক ও কবি অধ্যাপক ডা. মো. হারিসুল হক, ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ডা. মো. আবু তাহের, হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, শিশু কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেনসহ অন্যান্যরা।

এছাড়াও গ্রাজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেবেল ডি রোজারিও, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক, পরিচালক (অর্থ ও হিসাব) মো. আবদুস সোবহান, অধ্যাপক ডা. এ এইচ এম জহুরুল হক সাচ্চু, সহযোগী অধ্যাপক ডা. তৌহিদ মোহাম্মদ সাইফুল হোসেন দিপু, বিভাগীয় চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বিএসএমএমইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর