জম্মু-কাশ্মিরে বাস দুর্ঘটনা, মৃত ১০, আহত ৩৬
৩ জানুয়ারি ২০২০ ১০:৪৫
ভারতের জম্মু-কাশ্মিরের রাজৌরিতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৬ জন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাতে এ খবর জানিয়েছে টেলিগ্রাফ।
পুলিশ জানিয়েছে, অতিরিক্ত যাত্রী বোঝাই বাসটি সুরানকোট থেকে জম্মু অভিমুখে যাত্রা করেছিল। রাজৌরির সিনিয়র পুলিশ সুপার যুগাল মানহাস জানিয়েছেন, মৃত দশ জনের মধ্যে দুই জনের পরিচয় এখনও সনাক্ত করতে পারেনি পুলিশ। আহতদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বিশেষায়িত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, জম্মু-কাশ্মিরের প্রাদেশিক কংগ্রেস কমিটির সভাপতি গুলাম আহম্মেদ মীর এবং ন্যাশনাল কনফারেন্স এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তারা ইউনিয়ন টেরিটরি প্রশাসনের কাছে দুর্ঘটনায় পতিত যাত্রী এবং তাদের পরিবারের জন্য জরুরি ভিত্তিতে অর্থনৈতিক সাহায্য দাবি করেছেন।