এই হত্যাকাণ্ডের প্রতিশোধ চায় ইরান: খামেনি
৩ জানুয়ারি ২০২০ ১২:৫২
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, কাশেম সোলেমানী হত্যাকাণ্ডের প্রতিশোধ চায় ইরান। শুক্রবার ( ৩ জানুয়ারি) ইরানের রেভুলেশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাশেম সোলেমানীকে রকেট হামলা চালিয়ে হত্যার পর প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। খবর সিএনএন।
খামেনী বলেন, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে কড়া প্রতিশোধের মুখে পড়তে হবে। শত্রু মিত্র নির্বিশেষে সকলেই জানেন প্রতিরোধের পথে থামবার কোনো সুযোগ নেই। মুজাহিদদের জন্য অপেক্ষা করছে চূড়ান্ত বিজয়।
তিনি আরও বলেন, কাশেম সোলেমানী দেশের জন্য নিজে জীবন উৎসর্গ করে দিতে সদা প্রস্তুত ছিলেন। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন। যারা তার রক্তে নিজেদের হাত রাঙ্গিয়েছে নিঃসন্দেহে তারা মানুষের মধ্যে সর্বনিম্ন স্তরের।
এরপর, খামেনি মৃত কাশেম সোলেমানীর শোকগ্রস্থ স্ত্রী, পরিবার, সন্তান ও ইরানি জনগণের প্রতি তার সহমর্মিতা প্রকাশ করেন। এছাড়াও কাছেম সোলেমানীর মৃত্যুতে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন তিনি।
আয়াতুল্লাহ আলী খামেনি ইরান কাশেম সোলেমানি প্রতিশোধ হত্যাকাণ্ড