Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অহংকার-দাম্ভিকতা বাদ দিয়ে আলোচনায় আসুন’


২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:০১

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ‘অহংকার’ ও ‘দাম্ভিকতা’ বাদ দিয়ে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার দুপুরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ  আহ্বান জানান। খালেদা জিয়ার মুক্তির দাবিতে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এ আলোচনা সভা আয়োজন করে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কালকে প্রধানমন্ত্রী যখন কথা বললেন, তখন তার কথার মধ্যে, সুরের মধ্যে, ভাষার মধ্যে এক নায়কের ভাষা শুনতে পেলাম। আমরা অহংকার দেখতে পেলাম, দাম্ভিকতা দেখতে পেলাম। মানুষের জন্য যে ভালবাসা, মানুষের কল্যাণের জন্য যে বডি ল্যাঙ্গুয়েজ— আমরা সেটা দেখতে পেলাম না।’

প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশের মানুষকে অত্যন্ত ব্যথিত করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘হতে পারে রাজনৈতিক প্রতিপক্ষ তাই বলে এইভাবে এই ভাষায় কথা বলতে হবে— এটা আমাদের জানা ছিল না!’

একজন নেত্রী, যিনি দীর্ঘকাল গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তিন বার নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছেন, দুই বার যিনি বিরোধী দলের নেতা ছিলেন, তিনি জীবনে কোনো দিন কোনো নির্বাচনে হারেননি। তার সম্পর্কে যে কথাগুলো আপনি বললেন, এটা কোনো রাজনীতির ভাষায় আছে? আমি জানি ন ‘— বলেন ফখরুল।

তিনি বলেন, ‘এই অহংকার, দাম্ভিকতা বাদ দিয়ে দেশকে রক্ষা করবার জন্য, এই সংকট কাটিয়ে ওঠবার জন্য অবিলম্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করুন। নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে তার ব্যবস্থা করুন।’

বিজ্ঞাপন

‘এত সহজে পার পাওয়া যাবে না’— এমন হুঁশিয়ারি দিয়ে ফখরুল বলেন, ‘ এত সহজে মনে করবেন না, পার পেয়ে যাবেন। এত সহজে মনে করবেন না, যে স্বপ্ন আপনারা দেখছেন সে স্বপ্ন বাস্তবায়িত করতে পারবেন। এত সহজে মনে করবেন না বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে আপনারা খেলা করতে পারবেন।’

‘অবিলম্বে এই দেশের ১৬ কোটি মানুষের নেত্রী, গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়াকে মুক্তি দিন। অন্যথায় এদেশের মানুষ তাদের আন্দোলনের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে দেশনেত্রীকে মুক্ত করবে— বলেন মির্জা ফখরুল।

এনপিপির সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহম্মদ ইবরাহিম, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা অ্যাডভোকেট আব্দুর রকিব, জাগপার সভাপতি রেহানা প্রধান,  বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, এনপিপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ।

সারাবাংলা/এজেড

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর