Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএনসিসি নির্বাচন: মনোনয়ন ফিরে পেতে জাপা প্রার্থীর আপিল


৪ জানুয়ারি ২০২০ ১৬:২১

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে (ডিএনসিসি) মনোনয়ন ফিরে পেতে আপিল করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী জিএম কামরুল ইসলাম।

শনিবার (৪ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তিনি এ আপিল আবেদন জমা দেন। সোমবার (৬ জানুয়ারি) আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। আপিল জমা দেওয়ার সময় জিএম কামরুলের সঙ্গে তার আইনজীবী ছিলেন।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জিএম কামরুলের পক্ষে রায় না এলে ওইদিন অথবা পরের দিন মঙ্গলবার (৭ জানুয়ারি) তিনি উচ্চ আদালতে আপিল করবেন বলে জানা গেছে। এ বিষয়ে অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘মনোনয়ন ফেরত পেতে আইনি লড়াই চালিয়ে যাব। আমি আশাবাদী, আপিলে আমার মনোনয়নপত্র বহাল হবে।’

এর আগে গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী কামরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি উত্তর সিটি করপোরেশন এলাকার ভোটার নন।

এ সর্ম্পকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জানান, মনোনায়ন বহাল রাখার বিষয়ে তার দল আইনি লড়াইয়ে আবর্তিত হবেন।

এ সর্ম্পকে জিএম কামরুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘স্বপ্ন ছিল, রাজনীতিতে যোগ দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করে সুন্দর ও পরিচ্ছন্ন ঢাকা উপহার দেব। মানুষের জন্য কাজ করব। কিন্তু মনোনয়ন বাতিল হওয়ায় এখন আমার মন খারাপ। যতই মন খারাপ হোক না কেন শেষ পর্যন্ত প্রার্থী হওয়ার চেষ্টা করব। এ জন্য আইনি লড়াই চালিয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘ডাটাবেইজে রয়েছে আমি মিরপুর ডিওএইচএস এলাকার ভোটার। মিরপুর ওই এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মধ্যেই। কেন তারা মনোনয়নপত্র বাতিল করেছে তা আমার বোধগম্য নয়। এর পরিপ্রেক্ষিতে আমি আইনি লড়াই চালিয়ে যাব। আশা করছি, মনোনয়ন ফিরে পাব। নির্বাচনের মাঠে থাকতে পারব। মানুষের সেবা করতেই রাজনীতিতে যোগ দিয়েছি। ভাল নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করতে চাই। এজন্য ঢাকা সিটি নির্বাচন করতে আসা।’

নাগরিকদের জন্য বাসযোগ্য সুন্দর পরিচ্ছন্ন একটি ঢাকা উপহার দিতেই নির্বাচনে অংশ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

আপিল জাপা প্রার্থী জিএম কামরুল টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর