আতিকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তাবিথের
৪ জানুয়ারি ২০২০ ১৮:৪১
ঢাকা : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল।
শনিবার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁও ইটিআই ভবনে ঢাকা উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম এর অফিসে এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তাবিথ আউয়াল স্বাক্ষরিত অভিযোগটি রিটার্নিং কর্মকর্তার অফিসে জমা দেন তাবিথের প্রতিনিধি মো. জুলহাস উদ্দিন।
লিখিত অভিযোগে তাবিথ আউয়াল বলেন, ‘আজ ৪ জানুয়ারি শনিবার সকাল ৮ থেকে ৯ টার মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম ঢাকা উত্তর নির্বাচনী এলাকার গুলশান পার্কে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে একটি নির্বাচনী মঞ্চ করে, মাইক এবং সাউন্ড সিস্টেম ব্যবহার করে নিজের পক্ষে ভোট প্রার্থনা করেন। কর্মীদেরকে ভোটারদের কাছে যাওয়ার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, যা সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ এর স্পষ্ট লঙ্ঘন। নির্বাচন কমিশন আমাদের আশ্বাস দিয়েছিল যে, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান থাকবে এবং নির্বাচন আচরণবিধি সব প্রার্থীর জন্য সমভাবে প্রয়োগ করা হবে এবং তা তদারকির জন্য মাঠপর্যায়ে ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে।’
চিঠিতে আরও বলা হয়, দুঃখের বিষয় আজ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা লঙ্ঘন করে নির্বাচনি জনসভা করলেন। কিন্তু আপনার অধীনস্থ কোনো আইন প্রয়োগকারী সংস্থা বা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট এই বিধিমালা লঙ্ঘনকারী প্রার্থীকে আইনের আওতায় আনার চেষ্টাও করেননি। আমার এই অভিযোগের স্বপক্ষে কিছু স্থির চিত্র সংযোজন করলাম।’
সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি-৫ অনুসারে প্রতীক বরাদ্দের পূর্বে প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান নির্বাচনী প্রচারণা করতে পারবে না।
রিটার্নিং কর্মকর্তার উদ্দেশ্য চিঠিতে বলা হয়, আনীত অভিযাগের প্রমাণাদি বিশ্লেষণ করে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের উক্ত আচরণবিধি লঙ্ঘনের কারণে তার বিরুদ্ধে সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ অনুযায়ী ব্যবস্থা নেবেন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবেন বলে আমি আশাবাদী। তা না হলে এই নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিতব্য নির্বাচনসমূহ কখনই জনগণের আস্থা অর্জন করবে না।
এ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম সারাবাংলাকে বলেন, ‘বিএনপি প্রার্থীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগটি পেয়েছি। অভিযোগের আলোকে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকে এ বিষয়ে তদন্ত করে একটি প্রতিবেদন দিতে বলা হবে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আচরণ বিধি আতিকুল ইসলাম ডিএনসিসি ঢাকা উত্তর সিটি তাবিথ আউয়াল সিটি নির্বাচন