Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাকার্তায় বন্যা ও ভূমিধ্বসে মৃতের সংখ্যা বেড়ে ৫৩


৪ জানুয়ারি ২০২০ ১৯:০৪

ছবি: এপি

ইন্দোনেশিয়ার জাকার্তা অঞ্চলে বন্যা ও ভূমিধ্বসে মৃতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। ভূমিধ্বসের কারণে সৃষ্ট কাদায় এখনও মৃতদেহ পড়ে থাকার আশংকায় উদ্ধার তৎপরতা চলছে শহরজুড়ে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর এপি।

এর আগে গত ৩১ ডিসেম্বর থেকে ভারী বর্ষণের ফলে ওই অঞ্চলের নদীগুলো প্লাবিত হয়ে যায়। এতে নদীর তীর ভেঙে দেশটির রাজধানী শহরে পানি ঢুকে পড়েছে। বন্যার ফলে ভূমিধ্বসও চলছে। বন্যা ও ভূমিধ্বসে প্রতিদিনই হতাহতের সংখ্যা বাড়ছে। বন্যার কারণে পুরো অঞ্চলজুড়ে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রয়েছে। রেল ও সড়ক পথেও যোগাযোগ বিঘ্নিত হচ্ছে।

বিজ্ঞাপন

জাতীয় দুর্যোগ প্রশমন কর্তৃপক্ষের মুখপাত্র আগুস উইবও জানিয়েছেন, কাদামাটি, পিচ্ছিল সড়ক, বৈদ্যুতিক গোলযোগ ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

এ অঞ্চলে এর আগে ২০০৭ সালে এমন ভয়াবহ বন্যা হয়েছিলো। ওই বছরে মাত্র ১০ দিনের বন্যায় মৃত্যু হয়েছিলো ৮০ জনের। এবার চারদিনের বন্যায় ৫৩ জনের মৃত্যু হলো। এ সংখ্যা আরও বাড়ার আশংকা রয়েছে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা দ্রুত সমুদ্রে বিলীন হওয়ার পথে। এছাড়া ভূমিকম্প, বন্যা ও দাবানলের কবলে নিয়মিতই পড়ে এ শহরটি।

গত বছর দেশটির নতুন রাজধানী হিসেবে পূর্ব কালিমান্তান প্রদেশের বর্নেও শহরকে ঘোষণা করেন প্রেসিডেন্ট জকো উইদোদো। ওই শহরটিকে রাজধানী উপযোগী করতে ৪০ বিলিয়ন ডলার খরচ করবে ইন্দোনেশিয়া।

ইন্দোনেশিয়া বন্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর