Thursday 26 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার আপিলের গ্রহণযোগ্যতার শুনানি বৃহস্পতিবার


২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:০৬

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের বিরুদ্ধে করা খালেদা জিয়ার আপিলের গ্রহণযোগ্যতার শুনানি বৃহস্পতিবার। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চে এ শুনানি হবে।

আজ দুপুরে খালেদা জিয়ার আইনজীবীরা আপিল নম্বর পেয়ে শুনানি করতে গেলে হাইকোর্ট বৃহস্পতিবার দিন ঠিক করেন।

দুর্নীতি মামলায় ৬৩২ পৃষ্ঠার রায়ের বিপরীতে ১২২৩ পৃষ্ঠার আপিল করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা। আপিলে ৪৪টি গ্রাউন্ড ‍যুক্ত করে খালেদা জিয়ার খালাস, নিম্ন আদালতের রায় বাতিল চাওয়া হয়েছে।

রায় ঘোষণার ১২ দিনের মাথায় সোমবার (১৯ ফেব্রুয়ারি) রায়ের সার্টিফায়েড কপি হাতে পান বিএনপিপন্থী আইনজীবীরা। এরপর রাতেই আপিলের সার্বিক প্রস্তুতির জন্য বৈঠকে বসেন বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীরা।

আপিলের প্রস্তুতি নিতে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ভবনেও মঙ্গলবার সকালে বৈঠক করেন আইনজীবীরা। বৈঠকে আজকেই আপিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও অন্য চার আসামিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক আসামিকে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা।

সারাবাংলা/ এজেড/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর