নাশকতার পাঁচ মামলায় বিএনপির ৮ নেতাকর্মী কারাগারে
৫ জানুয়ারি ২০২০ ১৮:১৬
চট্টগ্রাম ব্যুরো: একাদশ সংসদ নির্বাচনের আগে নাশকতার অভিযোগে দায়ের হওয়া ৫টি মামলায় বিএনপির ৮ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৫ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এই আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী।
কারাগারে যাওয়া নেতাকর্মীরা হলেন- ইকবাল শরীফ, জাহেদ হোসাইন, জসিম উদ্দিন, মাসুদ পারভেজ, মনিরুল ইসলাম, মো. মাসুদ ও আব্দুল হক।
পিপি ফখরুদ্দিন চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘একাদশ সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের সেপ্টেম্বর ও অক্টোবরে নাশকতার অভিযোগে নগরীর বন্দর থানায় ৫টি মামলা দায়ের হয়েছিল। পৃথক মামলার আট আসামি হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। অর্ন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষে তারা আজ (রোববার) দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’