Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবেশ দূষণে দুই কারখানাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা


৫ জানুয়ারি ২০২০ ১৮:২৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে তরল বর্জ্য ফেলে পরিবেশ দূষণের দায়ে দু’টি কারখানাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। এর মধ্যে একটি ডাইং কারখানা, আরেকটি পেপার মিল। রোববার (৫ জানুয়ারি) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক এই আদেশ দিয়েছেন।

কারখানা দু’টির মধ্যে নগরীর সিইপিজেডে ডাফ চিটাগং এক্সেসরিজ লিমিটেডকে তিন লাখ ৮৪ হাজার টাকা এবং নাসিরাবাদে এক্সপোর্ট প্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক (মেট্রো) সংযুক্তা দাশগুপ্তা সারাবাংলাকে বলেন, ‘গত সপ্তাহে আমরা কারখানাগুলো পরিদর্শনে গিয়ে মানমাত্রা বহির্ভূত তরল বর্জ্য ফেলে পরিবেশ দূষণের প্রমাণ পাই। তাদের শুনানিতে হাজিরের জন্য নোটিশ দেওয়া হয়েছিল। শুনানিতে দুই কারখানার প্রতিনিধিরা এ বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। তাই তাদের জরিমানা করা হয়েছে।’

জরিমানা পরিবেশ অধিদফতর

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর