Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটি টাকার সোনাসহ গ্রেফতার ৩ পরিচ্ছন্নতাকর্মী রিমান্ডে


৫ জানুয়ারি ২০২০ ১৯:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ১৬ লাখ টাকার সোনাসহ ৩ পরিচ্ছন্নতাকর্মীর দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার (৫ জানুয়ারি) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস রিমান্ডের আদেশ দেন।

রিমান্ড যাওয়া আসামিরা হলেন- মো. সুমন শিকদার (৩৪), মো. শাহিন হোসেন (২৭) ও মো. বেলাল আকন (২৮)।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন আসামিদের আদালতে হাজির করেন। এসময় সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আদেবদন করেন।

তবে এদিন আসামিদের পক্ষের কোনো আইনজীবী ছিলেন না।

বিজ্ঞাপন

এর আগে, গত শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১টা ২০ মিনিটে তাদের গ্রেফতার করা হয়। ওইদিন সকাল ১০টা ২৫ মিনিটে আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ০২৮। এই বিমানেই পরিচ্ছন্নতার কাজ করেন সুমন শাহিন ও বেলাল। বিমানবন্দরের ১নং বে’তে বিমানটি যাত্রী নামানোর জন্যে ডকিং করার পর পরিচ্ছন্নতাকর্মীরা বিমানে ওঠেন। পরিচ্ছন্নতার কাজ শেষ হলে তারা নেমে আসেন।

শাহজালালে কোটি টাকার সোনাসহ ৩ পরিচ্ছন্নতাকর্মী আটক

এ সময় বিমানের নিরাপত্তায় থাকা আর্মড পুলিশের সদস্যরা সুমনকে তল্লাশি করতে চাইলে তিনি বাকবিতণ্ডায় লিপ্ত হন। পরবর্তী সময়ে সুমনসহ ৩ জনকে বিমানবন্দর আর্মড পুলিশের ‌অফিসে এনে তল্লাশি করলে সুমনের দুই জুতার ভেতরে ২০ পিস স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন ২ কেজি ৩২০ গ্রাম।

স্বর্ণ উদ্ধার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর